নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল

রাজধানীর শান্তিনগর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর বাজার থেকে মিছিলটি বের হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
এর আগে একই দিন সকালে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। তার মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ছাত্র পরিচয়ে একদল ব্যক্তি কলেজে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। তার অভিযোগ, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের সমর্থক এবং হামলার সময় তারা দলীয় স্লোগান দিচ্ছিল।
তিনি আরও জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা মো. সাইফুল্লাহও একই অভিযোগ তুলে বলেন, কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।








