Logo

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ২০:০৫
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা
ছবি প্রতিনিধি।

ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে স্থানীয় সহযোগী দল গনতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ ১৮ নম্বর ওয়ার্ডের নর্দ্দা ও কালাচাঁদপুর এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে।

বিজ্ঞাপন

টিমের সভাপতি ও সমন্বয়ক মো. জহিরুল ইসলাম কলিম এবং রাজু আহাম্মেদ শাহ্ সহ রমিজ উদ্দিন রুমি, মো. মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, আশরাফুল কবির বাচ্চু, মহিদুল ইসলাম খান জাকির, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো. মাহাবুব আলম, মো. আলাউদ্দিন, কমর উদ্দিন, নাসরিন চৌধুরী, রোজিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রচারণায় অংশ নেন।

স্থানীয় বাসিন্দাদের উচ্ছ্বাসপূর্ণ সমর্থন ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখে টিমের সদস্যরা প্রেরণা পেয়েছেন। দলীয় নেতৃত্ব জানিয়েছে, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মানে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তারা দ্বারেদ্বারে গিয়ে ভোট প্রার্থনা এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD