মুগ্ধকে নিয়ে জন্মদিনে স্নিগ্ধ’র আবেগঘন স্ট্যাটাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক তরুণের একটি ভিডিও ভাইরাল হয়েছিল—যেখানে তাকে দেখা যায় হাতে পানি নিয়ে বিক্ষোভকারীদের মাঝে ছুটে গিয়ে বলতে, ‘কারও পানি লাগবে ভাই, পানি?’। পরে জানা যায়, সেই তরুণ মীর মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) শহীদ মীর মুগ্ধের জন্মদিন। দিনটিকে ঘিরে শোক আর স্মৃতির মিশ্র আবেগে ভাসলেন তার জমজ ভাই মীর স্নিগ্ধ।
ফেসবুকে এক স্ট্যাটাসে মীর স্নিগ্ধ লিখেছেন, ৯ অক্টোবর— এই দিনটিতেই আমি আর মুগ্ধ একসঙ্গে পৃথিবীতে এসেছিলাম। এই দিনটিতে আমি জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখতে পাই। আজকের দিনে যে দৃশ্যটি সবচেয়ে বেশি চোখের সামনে ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। এখনও মনে হয়, এই তো সেদিনই তাকে কবর দিয়ে এসেছি। প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরও যখন তাকে দাফন করা হয়, তার মাথা থেকে বের হওয়া রক্তে তার কাফনের কাপড় লাল হয়ে গিয়েছিল, সঙ্গে আমার পাঞ্জাবিটাও রক্তে ভিজে গিয়েছিল।
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, গত এক বছরে যে দায়িত্বগুলো পালন করেছি, সেগুলো করার চেষ্টা করেছি সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে। আমার কাছে প্রতিদিনই মনে হয়, আমাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, আমরা সেই স্বপ্ন পূরণের জন্য কতটা কাজ করেছি— আল্লাহ সেই হিসাব তাদের মাধ্যমেই আমাদের থেকে নেবেন। অন্তত ওর (মুগ্ধর) কাছে গিয়ে বলতে পারব...।
শহীদ মীর মুগ্ধের এই জমজ ভাই লিখেছেন, আমি আমার সাধ্যমতো সততা আর মর্যাদার সঙ্গে কাজ করেছি। গত এক বছরে অনেক তদবির, প্রস্তাব, সুযোগ এসেছে— অনেক কিছু করার সুযোগও পেয়েছি, কিন্তু কখনোই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। অন্ততপক্ষে যেদিন মারা যাব, সেদিন এতটুকু শান্তি নিয়ে মরতে পারব যে আমি এক টাকা হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখিনি এবং ইনশাআল্লাহ সামনেও হবে না। এইটুকুই শান্তি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি লিখেছেন, কোথায় যেন দেখেছিলাম— মৃত্যুর পর সবার সঙ্গে দেখা হলেও ভাই-বোনদের নাকি কখনও দেখা হয় না। জানি না কতটুকু সত্যি, কখনও এই তথ্যটি যাচাই করার সাহসও হয়নি। তবে আমার আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না— আমার বিশ্বাস, যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি, অন্তত একবার হলেও আমার সঙ্গে তার (মুগ্ধর) দেখা করাবেন।
বিজ্ঞাপন
স্নিগ্ধ লিখেছেন, সেদিন আমি তাকে বলব— ‘তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে। এটা বলে যে স্নিগ্ধ আর মুগ্ধ একজনই।’ আমি যতটুকু জানি, একটি কবরের ওপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। আমিও বলি—স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়।
স্ট্যাটাসের শেষে মীর স্নিগ্ধ লেখেন, শুভ জন্মদিন দেশের সব মুগ্ধদের, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে–প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।
বিজ্ঞাপন
