রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম

আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে ছড়ানো একটি এআই-নির্মিত ভুয়া ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বহীন এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ তুলেছেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও সাবেক ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
বিজ্ঞাপন
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
সেখানে তিনি বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।
বিজ্ঞাপন
সাদিক কায়েম অভিযোগ করেন, বিএনপির একটি সমাবেশে রুহুল কবির রিজভী তাকে শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীর সঙ্গে যুক্ত করে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণভাবে একটি ভুয়া ছবির ওপর ভিত্তি করে দেওয়া। ওই বক্তব্যে তাকে শুটারের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছেন—এমন মিথ্যা দাবি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এই প্রেক্ষাপটে সাদিক কায়েম প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে রুহুল কবির রিজভী যদি এই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন, তাহলে তারা অপতথ্য ছড়ানোর দায় থেকে নিজেদের মুক্ত করতে পারবেন।
বিজ্ঞাপন








