Logo

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭
11Shares
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ডাক সাদিক কায়েমের
সাদিক কায়েম | ফাইল ছবি

জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দেশজুড়ে অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করার দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এই ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

সাদিক কায়েম জানান, সোমবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে জমায়েত শুরু হবে। তিনি ছাত্রসমাজসহ সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। পেছন দিক থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই পল্টন থানার পাশাপাশি র‍্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট হামলাকারীদের শনাক্তে তদন্ত ও অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হামলাকারী ও তার সহযোগীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের আঙুলের ছাপ পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD