Logo

এবার প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চাইলেন হিরো আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪১
10Shares
এবার প্রধান উপদেষ্টার কাছে গানম্যান চাইলেন হিরো আলম
হিরো আলম | ফাইল ছবি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, পরিচিত হিরো আলম, প্রধান উপদেষ্টার কাছে নিজেকে সুরক্ষিত রাখতে গানম্যানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে হিরো আলম জানিয়েছেন, নির্বাচনী কার্যক্রমে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি এই অনুরোধ করছেন।

তিনি লিখেছেন, "ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনস্থির করায় এবং কিছু গণমাধ্যমে প্রকাশ করায় বিভিন্ন ভাবে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ আমার সুরক্ষায় একজন নিরাপত্তার জন্য একজন গানম্যান প্রদানের অনুরোধ করছি।"

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ ২০ জনকে গানম্যান সুবিধা প্রদান করেছে। হিরো আলমও তার নির্বাচনী কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থার আওতায় আসার চেষ্টা করছেন।

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী মাঠে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে পরিচিত ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার আবেদন অনুযায়ী সরকারের পক্ষ থেকে সুরক্ষা ব্যবস্থার কৌশল ও প্রক্রিয়া গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

হিরো আলমের আবেদন সামাজিক ও মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রচারণার শুরুতেই নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন পদক্ষেপ নেওয়াকে অনেকেই সমর্থন জানাচ্ছেন, তবে কিছু বিতর্কিত মন্তব্যও শোনা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD