খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলছে শোকের মাতম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আপসহীন এই নেত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় প্রয়াত এই নেত্রীর জন্য দোয়া করেন।
বিজ্ঞাপন
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় আজহারী লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, তার ভালো কাজগুলো কবুল করুন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
তার এই শোকবার্তায় অসংখ্য অনুসারী ও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে মন্তব্য ও দোয়া জানান।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন দফায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা এই নেত্রীর রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ, ঘটনাবহুল ও ইতিহাসনির্ধারক।
১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার উত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক পরিসরেও গভীর শোকের আবহ বিরাজ করছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোকবার্তা ও দোয়ায়।








