Logo

গ্রেপ্তার হওয়া জুলাইযোদ্ধা সুরভীকে নিয়ে যা বললেন মীর স্নিগ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৬:০০
গ্রেপ্তার হওয়া জুলাইযোদ্ধা সুরভীকে নিয়ে যা বললেন মীর স্নিগ্ধ
ছবি: সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে আদালত দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সুরভী অভিযোগ করেছেন, তাকে তদন্ত প্রতিবেদন ছাড়া রিমান্ডে নেওয়া হচ্ছে, এবং এই মামলায় চারজন আসামি থাকা সত্ত্বেও শুধুমাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) প্রিজন ভ্যানে নেওয়ার সময় সুরভী সাংবাদিকদের বলেন, কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া আমাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। মামলায় চারজন আসামি থাকা সত্ত্বেও শুধু আমাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার আইনজীবী মন্তব্য করেন, মামলাটি ভুয়া। আমরা আগামীকাল এর বিরুদ্ধে রিভিশন দাখিল করব। আশা করি ন্যায়বিচার পাব।

বিজ্ঞাপন

সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে আলোচিত প্রতিক্রিয়া দিয়েছেন জুলাইয়ে শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি বলেন, কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি—অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা খুব শিগগিরই বোঝা যাবে। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন।

স্নিগ্ধ আরও উল্লেখ করেন, একজন ১৭ বছরের মেয়েকে আদালতে ২১ বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে। এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছে, আর যখন আপনার সময় আসবে, তখনও সবাই চুপ থাকবে।

বিজ্ঞাপন

বিবেচকরা মনে করছেন, সুরভীর গ্রেপ্তার ও রিমান্ড কেবল আইনি নয়, রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়াও তীব্র করে তুলেছে। বিশেষ করে যুব আন্দোলন ও ‘জুলাইযোদ্ধা’ আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের মধ্যে উদ্বেগের পারদ বৃদ্ধি পেয়েছে।

পুলিশ ও আদালত এখনও এই বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য দেয়নি। তবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডের মাধ্যমে অভিযোগ যাচাই-বাছাই ও তদন্ত দ্রুত সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD