মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তমের মৃত্যু

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং বাংলাদেশের কিলো ফ্লাইটের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম আজ (১৬ অক্টোবর) প্রয়াত হয়েছেন।
বিজ্ঞাপন
তিনি গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অপারেশন কিলো ফ্লাইট ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একটি সাহসী আকাশ অভিযান। গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকারের নেতৃত্বে ৯ জন বাঙালি পাইলট এবং ৫৮ জন প্রাক্তন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য নিয়ে এই ইউনিট গঠিত হয়েছিল। মিত্রবাহিনীর সহযোগিতায় তারা শত্রুদের লক্ষ্যবস্তুতে আকাশ হামলা চালিয়েছিলেন। এই অভিযানের কারণে কিলো ফ্লাইটকে বাংলাদেশের বিমান বাহিনীর সূচনাকারী হিসেবে মনে করা হয়।
সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তমের মৃত্যুতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব আলহাজ মো. শাহজাহান কবীর বীরপ্রতীক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।