Logo

ময়মনসিংহের ক্রিকেট দলকে পুলিশ সুপারের সংবর্ধনা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৩, ০২:৫৮
35Shares
ময়মনসিংহের ক্রিকেট দলকে পুলিশ সুপারের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও খেলোয়াড় ছিলেন। তার জৈস্ট্য ছেলে শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াবিদ।

বিজ্ঞাপন

৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা  ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার(২৪ জুন) দুপুরে ময়মনসিংহ পুলিশ অফিসের কনফারেন্স রুমে জেলা পুলিশের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন

 

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, এনএসআই ময়মনসিংহের যুগ্ন পরিচালক মোঃ শরীফ উল হাসান। 

বিজ্ঞাপন

এ ছাড়াও বক্তব্য রাখেন,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন,  জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ক্রিকেট দলের ম্যানেজার মোঃ আঃ মোমেন খান, কোচ- হাবিবুল ইসলাম আলোক, অধিনায়ক সালেহীন রিফাত সাদ। 

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, শামীম হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। 

বিজ্ঞাপন

উল্লেখ্য গত এপ্রিল মাসে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বরগুনা জেলা ক্রিকেট দলের সাথে ময়মনসিংহ জেলা ক্রিকেট দলের তিনদিনব্যাপী ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়। খেলায় পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকায় ময়মনসিংহ জেলা ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন (সেরা) ক্রিকেট দলের সকল খেলোয়াড়,  সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। ক্রিকেট বাংলাদেশের অনেক সুনাম বয়ে আনছে। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্ব চিনতে পেরেছে। আপনারা দল এবং ময়মনসিংহবাসীকে সম্মানিত করেছেন। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছর এভাবে চলমান থাকলে আমরা আরো উন্নত সমৃদ্ধশালী হবোই হবো।

ময়মনসিংহ ক্রিকেট পরিষদের সভাপতি ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও খেলোয়াড় ছিলেন। তার জৈস্ট্য ছেলে শেখ কামাল ছিলেন একজন ক্রীড়াবিদ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ।তার হাত ধরে ক্রীড়া জগত অনেক উন্নতি হয়েছে। আজকের এই সংবর্ধনার উদ্দেশ্য হলো আপনাদেরকে অনুপ্রানিত করা। আপনারা যাতে এই অর্জনকে ধরে রেখে সামনের দিনে ময়মনসিংহকে আরো এগিয়ে নিতে পারেন।

বিজ্ঞাপন

ক্রীড়া জগতের উন্নতি হলেই জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়ে তুলা সম্ভব হবে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD