Logo

তামিমকে বাদেই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩০
45Shares
তামিমকে বাদেই বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি
ছবি: সংগৃহীত

তবে চলমান মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না এই ওপেনার ব্যাটার

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ চলতি ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে। চলতি মেয়াদে বিসিবির সাথে কেন্দ্রীয় চুক্তিতে আছেন সিনিয়র ক্যাম্পেনার তামিম ইকবালও। তবে চলমান মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না এই ওপেনার ব্যাটার।

তাকে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস রবিবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জালাল ইউনুস বলেন, 'সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, আগামী দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটাই সে জানিয়েছে। সে চেয়েছে এখন যেন তাকে না রাখি, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে আসলে কি করবে।'

বিজ্ঞাপন

তামিম ইকবাল বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি আরোও বলেন, 'তামিম ইতোপূর্বেও আমাদের সাথে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সাথে কথা বলেছে, আমার সাথেও কথা বলেছে। আবার বোর্ড সভাপতির সাথে বসার কথা আছে আগামী মাসে। তবে হয়তো নির্বাচনের পরে।'

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, 'নির্বাচক প্যানেল ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আর আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি নিয়ে বোর্ডে আলোচনা হবে। তবে ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে রবিবারের (৩১ ডিসেম্বর) ভিতরে আমরা প্রস্তুত করবো। তার আগে সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা এটা বোর্ডে রিলিজ করব।'

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD