Logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আজ, টাইগারদের খেলা যেদিন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারী, ২০২৪, ২১:৫৮
101Shares
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আজ, টাইগারদের খেলা যেদিন
ছবি: সংগৃহীত

এই টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১ টি

বিজ্ঞাপন

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুক্রবার (১৯জানুয়ারি) থেকে পর্দা উঠবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও একই দিনে পর্দা উঠছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাওয়া যুবাদের এই বিশ্ব আসরে অংশ গ্রহণ করবে সর্বমোট ১৬টি দল। ৪ গ্রুপে ভাগ হয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪১ টি।

আসরের দ্বিতীয় দিনেই প্রথমবার মাঠে নামবে বাংলাদেশ দল। 'এ' গ্রুপে পড়েছে যুবা টাইগাররা। যেখানে রাব্বির দলের প্রতিপক্ষ হিসেবে দেখাযাবে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে। শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল সবুজের যুবা টাইগাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর এর দুদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে মারুফ-শিবলীরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে যুব টাইগাররা। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এাবেরর বিশ্বকাপ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াড

বিজ্ঞাপন

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), জিসান আলম, চৌধুরি মোহান্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বর্ণ, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, আরিফুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ রোহানতৌদ্দৌলা বর্ষণ, ওয়াসি সিদ্দিক এবং মারুফ মৃধা।

বিজ্ঞাপন

স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন: নাঈম আহমেদ, আশরাফুল হাসান, মোহাম্মদ রিজান হোসেন, তানভীর আহমেদ এবং একান্ত শেখ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD