Logo

সাকিবের সামনে অনন্য রেকর্ড গড়ার হাতছানি

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৪, ২৪:৪৮
82Shares
সাকিবের সামনে অনন্য রেকর্ড গড়ার হাতছানি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্কোয়াড এখনো ঘোষণা না হলেও সাকিবের থাকা অনেকটাই নিশ্চিত

বিজ্ঞাপন

জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠবে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজে। কোনো অঘটন না ঘটলে এবারের বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেললে নতুন এক কীর্তি গড়বেন। কারণ, ৪৭ উইকেট দখল করে সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। শুধু বাংলাদেশরই নন, ৪৭ উইকেট নেওয়া সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় আছেন।

বাংলাদেশ স্কোয়াড এখনো ঘোষণা না হলেও সাকিবের থাকা অনেকটাই নিশ্চিত। আর মাত্র ৩ ইউকেট পেলে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন এই তারকা অলরাউন্ডার। কারণ, শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই অবসরে চলে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, তার উইকেট সংখ্যা ৩১টি।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষ অষ্টম স্থানে আছেন দেশশেরা এই ক্রিকেটার। ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে ৭৪২ রান করেছেন সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সাকিবের সামনে অনন্য রেকর্ড গড়ার হাতছানি