Logo

ক্রিকেটারদের বড় ধরনের ‘অস্ত্রোপচার’ করাবে পাকিস্তান বোর্ড

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ০৬:৫২
66Shares
ক্রিকেটারদের বড় ধরনের ‘অস্ত্রোপচার’ করাবে পাকিস্তান বোর্ড
ছবি: সংগৃহীত

'শুরুতে মনে হয়েছিল ছোটখাটো একটা অস্ত্রোপচার করালেই হবে। কিন্তু ভারতের বিপক্ষে এত বাজে পারফরম্যান্সের

বিজ্ঞাপন

লো স্কোরিং ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে মাত্র ৬ রানে হেরে যাওয়ার পর থেকে সমালোচনায় ভেসে যাচ্ছে পাকিস্তান দল। এভাবে হেরে যাওয়ায় রেগে আগুন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মোহসিন নকভিও।  বাবর আজমদের উপরে কড়া কন্ঠে হুংকার ছেড়েছেন তিনি।

বিজ্ঞাপন

নিউইয়র্কে (৯ জুন) রাতে বিশ্বকাপ গ্রুপ পর্বের মহারণ শেষে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমকে পিসিবি প্রধান বলেন, 'শুরুতে মনে হয়েছিল ছোটখাটো একটা অস্ত্রোপচার করালেই হবে। কিন্তু ভারতের বিপক্ষে এত বাজে পারফরম্যান্সের পর, এটা পরিষ্কার যে, বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে। আমাদের পারফরম্যান্স একদম নিচের দিকে নেমে গেছে। দলের পারফরম্যান্সের উন্নতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। '

বিজ্ঞাপন

ভারতের দেওয়া মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১১৩ রান করতে পারে পাকিস্তান। এমন ফলাফল হজম হচ্ছে না মোহসিন নকভির, 'আমরা যেভাবে যুক্তরাষ্ট্র এবং এরপর ভারতের কাছে হেরেছি, সেটা খুবই হতাশাজনক। এখন আমাদের দলে যারা আছে তাদের ছাড়াও অন্যদের দিকে তাকাতে হবে। '

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে পিসিবি প্রধানের দায়িত্ব দেন নকভি। পরে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন মন্ত্রীও ছিলেন। আগামী বছর ঘরের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভিন্ন ধরনের দল সাজানো হবে বলেও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান, 'চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এজন্য নতুন প্রতিভা যারা সাইডলাইনে আছে, তাদের সুযোগ দিতে হবে। '

বিজ্ঞাপন

উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানের পরের দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে জবে তাদের এবং বাকি ম্যাচগুলোর ফলাফলও তাদের পক্ষে যেতে হবে।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD