Logo

যে রেকর্ডে মেসিকে পেছনে ফেললেন রদ্রিগেজ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ২৩:৫৬
33Shares
যে রেকর্ডে মেসিকে পেছনে ফেললেন রদ্রিগেজ
ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন হামেস

বিজ্ঞাপন

চলতি কোপা আমেরিকায় কলম্বিয়ার জয়রথ যেন থামছেই না। 

বৃহস্পতিবার (১১ জুলাই) হার্ডরক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে হট ফেবারিট উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে  কলম্বিয়া। এদিন ম্যাচের ৩৯ মিনিটে জেফারসন লেরমা কলম্বিয়াকে জয়সূচক গোলটি এনে দেন। তাকে গোলটি বানিয়ে দেন অধিনায়ক হামেস রদ্রিগেজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন জেফারসনের গোলটি বানিয়ে দিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন হামেস। লা কাফেতেরোস মিডফিল্ডারের এটি এবারের কোপা আমেরিকায় ষষ্ঠ অ্যাসিস্ট। কোপার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে হামেস পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। ২০২১ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে ৪টি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মেসি। এতদিন সেটিই ছিল কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট।

৩২ বছর বয়সী হামেস এবারের কোপা শুরু করেন প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে জোড়া অ্যাসিস্ট করে। কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে আরও একটি অ্যাসিস্ট করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কলম্বিয়া। এই জয়ের পথে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেন হামেস। সব মিলিয়ে সেমিফাইনাল পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ অ্যাসিস্ট ও ১টি গোল করেছেন তিনি। এখন পর্যন্ত এবারের কোপা আমেরিকার সেরা খেলোয়াড় তিনিই। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে হামেস জিতে নিতে পারেন জাতীয় দলের জার্সিতে প্রথম শিরোপা। সেই সঙ্গে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার তার হাতে ওঠা অনেকটাই নিশ্চিত।

৩২ বছর বয়সী হামেস ইউরোপে পোর্তো, মোনাকোতে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিতি পাওয়ার পর ২০১৪ সালে  যোগ দেন রিয়াল মাদ্রিদে। এরপর বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন  ২০১৭-২০১৯ পর্যন্ত। ২০২০-২১ মৌসুমে এভারটনে খেলার পর কাতারি ক্লাব আল রায়ানে এক মৌসুম খেলেন তিনি। এর পরের মৌসুমে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলে গত বছর ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোয় থিতু হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD