Logo

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ২০ বছর বয়সী কনোলি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৪, ০৫:০৪
44Shares
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ২০ বছর বয়সী কনোলি
ছবি: সংগৃহীত

আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা।

বিজ্ঞাপন

চলতি বছরের সেপ্টেম্বরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। স্কটিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি আর ইংলিশদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচও খেলবে অজিরা। 

সোমবার (১৫ জুলাই) এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর এই সিরিজে স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তারকা কপার কনোলি। গেল আসরে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগব্যাশে দুর্দান্ত পারফর্ম করায় তাকে স্কোয়াডে যুক্ত করেছে অসি টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের জায়গা দখল করেছেন আরেক তরুণ জ্যাক-ফ্রেজার ম্যাকগ্রা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ওয়ার্নার অবসর নেওয়ায় সুযোগ মিলেছে এই তরুণের।

বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাথিউ ওয়েড। ওয়েডের পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জস ইঙ্গলিশ। এই সিরিজগুলোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

বিজ্ঞাপন

আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অজিরা। এরপর ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দিয়ে সফর শুরু করে ১৯ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিজ, অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD