Logo

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ দরিভাল জুনিয়র

profile picture
জনবাণী ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৮
59Shares
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ দরিভাল জুনিয়র
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠের পারফরম্যান্সও খুব একটা সুখকর নয়

বিজ্ঞাপন

গত বছর ১৬ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন নেইমার। ইনজুরির কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। মিস করেছেন জাতীয় দল ও ক্লাবের হয়ে একাধিক ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাঠের পারফরম্যান্সও খুব একটা সুখকর নয়। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের টেবিলে দলটি অবস্থান করছে সেরা চারের বাইরে।

অনেকেই ভেবেছিল অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তারকা এই ফুটবলার। কিন্তু এখনই মাঠে ফেরা হচ্ছে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। কারণ, ইনজুরি থেকে মুক্ত হতে সম্পূর্ণ পুনর্বাসনে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যার ফলে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচেও পাওয়া যাবে না নেইমারকে। তাই তাকে বাদ দিয়েই আসন্ন দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়র। নেইমারের জন্য ধৈর্য ধরতে চান তিনি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে নেইমারের মাঠে ফেরা নিয়ে কোচ দরিভাল বলেন, আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। সে যদি অক্টোবরে ফিরতে না পারে, নভেম্বরে এমনকি ফেব্রুয়ারিতেও ফিরতে না পারে, কোনো সমস্যা নেই। তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, খেলতে হবে এবং সবকিছুর ওপরে, চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে, সে কতটা গুরুত্বপূর্ণ খেলোয়ার। সে যদি সামনের বছরগুলোয় ফিরে আসে, বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ৪ ম্যাচেই হেরেছে তারা। এতে ৩ জয় আর একটিতে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পঞ্চম স্থানে রয়েছে ভিনি-রদ্রিগোরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে। সেই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষে পেরু। এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিল ছন্দে ফিরতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD