ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বোমা হামলা

ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম
বিজ্ঞাপন
ব্রাজিল ফুটবল ঘরোয়া কাপের আসরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।অ্যাতলেটিকো মিনেইরো এবং ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ম্যাচের ৮২ মিনিটে গনজালো সিলভার গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেইসঙ্গে পায়ের পাতায় বেশ অনেকটা অংশ কেটে যায়। তবে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফেরেনি।
ব্রাজিলের গণমাধ্যম ও’ টেম্পো এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন গণমাধ্যম আগেই এই স্টেডিয়ামে অ্যাতলেটিকো মিনেইরো ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
বিজ্ঞাপন
আরএক্স/








