Logo

রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যানে এগিয়ে যারা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০০
10Shares
রাতে মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পরিসংখ্যানে এগিয়ে যারা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথ অনেকটায় সহজ হয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টা ৩০মিনিটে শুরু হবে। সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা পরিষ্কার করে দেয়। 

যদিও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা দল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে বেশ পরিবর্তন এসেছে, আর যা সবার মধ্যে আশার সঞ্চার করেছে। সবশেষ লঙ্কানদের মাটিতেই তাদের হারিয়ে সিরিজ জিতেছিল লিটনবাহিনী।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ

এখন পর্যন্ত দুটি দল ২০ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে আর বাংলাদেশ জিতেছে ৮টি ম্যাচ। সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে, অন্যদিকে শ্রীলঙ্কার জয় এসেছে কেবল মাত্র ২টি ম্যাচে। 

তবে আবুধাবিতে আজ শেষ হাঁসি কারা হাঁসে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও, লঙ্কানদের কাছে এটা মিশন শুরুর লড়াই। তাই এই ম্যাচ জিতে শুরুটা ভালো করতে চাইবে তারা।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন লিটন দাস

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল প্যারেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাথিশা পাথিরানা।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD