Logo

আফগানিস্তানের হারের কারণ জানালেন কোচ ট্রট

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০২
24Shares
আফগানিস্তানের হারের কারণ জানালেন কোচ ট্রট
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশ–আফগানিস্তানের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে মাত্র ৮ রানের ব্যবধানে। শেষ বল পর্যন্ত লড়াই করলেও জয় হাতছাড়া হয় আফগানদের।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রট খোলাখুলি জানিয়েছেন, আসলে কোন জায়গায় দল পিছিয়ে গেছে।

ট্রট বলেন, শুরুতেই ব্যাটিং লাইনচ্যুত হয়ে পড়ে আফগানরা। পাওয়ার প্লে-তে বাংলাদেশ যেখানে বিনা উইকেটে ৫৯ রান তুলতে সক্ষম হয়, সেখানে আফগানিস্তান হারায় দুই উইকেট এবং স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৭ রান। তার মতে, এই ব্যবধানই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “শুধু ব্যাটিং নয়, ফিল্ডিংয়েও আমরা যথেষ্ট শক্তিশালী ছিলাম না। বাংলাদেশ দুর্দান্ত ফিল্ডিং করেছে। বিপরীতে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। তাছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট হারানোও আমাদের ভুগিয়েছে।”

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে ট্রট বলেন, “শেষ পর্যন্ত যদি উইকেট হাতে রাখা যেত, ফল অন্যরকমও হতে পারত। কিন্তু রান আউট ও হঠাৎ আউটগুলো আমাদের বড় ক্ষতি করেছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD