বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে চার পরিবর্তন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ভালো শুরু করলেও লঙ্কানদের বিপক্ষে হোঁচট খেয়েছে টাইগাররা। তাই সুপার ফোরের লড়াই টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তাই জয়ের লক্ষ্য নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) টস জিতে আফগানদের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বড় পরিবর্তন এনেছে টাইগাররা। মোট চারটি পরিবর্তন করেছেন লিটন। ওপেনার পারভেজ হোসেন ইমন বাদ দিয়ে নিজেই ওপেন করবেন লিটন। আর ইমনে বদলে একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান।
বিজ্ঞাপন
এ ছাড়াও বাদ পড়েছেন স্পিনার শেখ মাহেদী, তার বদলে একাদশে সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানের। সেই সঙ্গে একাদশে ফিরেছেন পেসার ইউনিটকে নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদ, এতে জায়গা হারিয়েছে শরিফুল ইসলাম।
আফগানদের বিপক্ষে স্পিন অ্যাটাক দিয়ে একাদশ সাজিয়েছেন লিটন। তাই বাড়তি স্পিনার হিসেবে নাসুম আহমেদকে মাঠে নামিয়েছেন তিনি। আর একাদশ থেকে বাদ পড়েছেন তানজিম সাকিব।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন