Logo

হ্যান্ডশেক বিতর্কে আইসিসির দ্বারস্থ পাকিস্তান, ভারতের সাফ জবাব

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯
11Shares
হ্যান্ডশেক বিতর্কে আইসিসির দ্বারস্থ পাকিস্তান, ভারতের সাফ জবাব
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে হাত না মেলানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসি ও এমসিসির কাছে অভিযোগ করেছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ম্যাচ রেফারি পাইক্রফ্ট আইসিসির আচরণবিধি ও এমসিসির নিয়ম ভঙ্গ করেছেন। এজন্য তাকে অবিলম্বে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করা বা শুভেচ্ছা জানানো ক্রিকেটীয় সৌজন্যের অংশ, যা রক্ষা করা হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিসিসিআই ম্যাচ শেষের ৪৮ ঘণ্টা পর প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি, তবে সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ভারতীয় ক্রিকেটাররা কোনো ভুল করেননি। তার মতে, ক্রিকেটের নিয়মে হ্যান্ডশেক বাধ্যতামূলক নয়। তিনি আরও জানান, রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোই স্বাভাবিক ছিল।

ম্যাচে টসের সময় এবং খেলা শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি। খেলা শেষে সাজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ভারতীয় ক্রিকেটাররা। এর প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান দল।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD