হতাশার কিছু নেই, আশাবাদী থাকা উচিত : ক্রীড়া উপদেষ্টা

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পরও হতাশ নন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তিনি মনে করেন, এখনই মন ভেঙে বসে থাকার কিছু নেই, বরং ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়েই এগোতে হবে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে ম্যাচ দেখেন তিনি। খেলা শেষে বলেন, “হতাশার কিছু নেই। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে। আশা করি পরের ম্যাচে ছেলেরা ভালো খেলবে।”
তিনি পাওয়ার প্লেতে ব্যর্থতাকেই হারের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। সুপার ফোরের জন্য বাংলাদেশকে এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। গ্রুপপর্বের শেষ ম্যাচ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
