Logo

মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল রিয়াল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৮
9Shares
মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল  রিয়াল
ছবি: সংগৃহীত

গত মৌসুমে একাধিক চোটের সঙ্গে লড়াই করেও ৫৫ ম্যাচে মাঠে নামা আন্তোনিও রুডিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি লা লিগা ম্যাচ খেলতে পেরেছেন। কিন্তু এবার রিয়াল মাদ্রিদের জন্য এলো বড় দুঃসংবাদ। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল (১২ সেপ্টেম্বর) অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার।

ক্লাব সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এএসের খবর অনুযায়ী, এই চোট বেশ গুরুতর এবং রুডিগারকে কমপক্ষে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, ডিসেম্বরের আগে মাঠে ফেরার সম্ভাবনা কম।

এর ফলে রিয়াল মাদ্রিদ লা লিগায় সোসিয়েদাদ, ২৭ সেপ্টেম্বরের মাদ্রিদ ডার্বি, এমনকি অক্টোবরে বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোতেও রুডিগারকে পাবে না।

স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’

রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় ধরণের আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল।

এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD