Logo

ফিরলেন লিটনও, অর্ধশতক পেরোতেই ৫ উইকেট নেই বাংলাদেশের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৪৪
9Shares
ফিরলেন লিটনও, অর্ধশতক পেরোতেই ৫ উইকেট নেই বাংলাদেশের
ছবি: সংগৃহীত

বড় জয় দিয়েই এশিয়া কাপের এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর সুপার ফোরের পথ প্রশস্ত করতে টাইগারদের জন্য আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ ছিলো। এমন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে লিটনবাহিনী।

নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন লঙ্কান পেসাররা! লঙ্কার আগুনে পুড়ে ছাই বাংলাদেশের দুই ওপেনার! ইনিংসের প্রথম ১২ বলের সবকটির ডট বল! প্রথম ওভারের প্রথম পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারার দুর্দান্ত ইয়র্কারে স্টাম্প উপড়ে যায় ওপেনার তানজিদ তামিমের। ৬ বল খেলে ডাক মেরে ফেরেন তিনি।

পরের ওভারে দুশমন্থা চামিরাও দারুণ বোলিং করেছেন। চতুর্থ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

শূন্য রানে দুই উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন হৃদয়। ৯ বলে ৮ রান করেছেন তিনি।

বিপর্যয়ের মুখে পাঁচে ব্যাট করতে আসেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। হাসারাঙ্গার গুগলি পড়তে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই বৗাটার। সাজঘরে ফেরার আগে ৭ বলে ৯ রান করেছেন তিনি।

বাকিদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছিলেন দলনেতা লিটন। তবে দশম ওভারে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিয়েছেন তিনি। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪ রান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD