Logo

ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৫০
21Shares
ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো
ছবি: সংগৃহীত

ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে সর্বদায় হাড্ডাহাড্ডি লড়াই চলে। তবে ইউরোপ ছাড়ার পর থেকে রেকর্ডের দৌড় চললেও আয়ের দিক থেকে রোনালদো মেসিকে ছাড়িয়ে গেছেন। যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স গত বছরের ক্রীড়াজগতে সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ করেছে। সে তালিকা পর্যালোচনা করে দেখা যায় মেসির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছেন পর্তুগিজ মহাতারকা।

তালিকা অনুযায়ী, গত এক বছরে রোনালদোর আয় ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড, যা মেসির প্রায় দ্বিগুণ। সৌদি আরবের ক্লাব আল নাসর থেকে বিশাল বেতন ছাড়াও ব্যক্তিগত স্পনসরশিপ ও বিনিয়োগ তার আয়ের বড় অংশ। হিসাব অনুযায়ী, প্রতি সেকেন্ডে রোনালদোর আয় দাঁড়িয়েছে ৬.১০ পাউন্ড।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইতালির জুভেন্টাসে খেলার সময়ও বিভিন্ন সময় নানা পরিসংখ্যানে খেলোয়াড়দের আয়ে রাজত্ব করেছেন রোনালদো।

অন্যদিকে গেল এক বছরে ক্রীড়াজগতে আয়ের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা মেসির পকেটে ঢুকেছে ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড।

বর্তমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসির মাঠের চেয়ে মাঠের বাইরের আয় বেশি। মেসির আয়ের বড় একটি অংশ আসে স্পনসরশিপ থেকে। এ ছাড়া বেশ কিছু জায়গায় তার আকষর্ণীয় কিছু বিনিয়োগও আছে। সেখানে থেকেও বিপুল পরিমাণ অর্থ আয় করেন আর্জেন্টাইন কিংবদন্তি।

গত এক বছরে সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল) – ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড

২. জন রাহম (গলফ) – ১৬ কোটি ৩২ লাখ পাউন্ড

৩. লিওনেল মেসি (ফুটবল) – ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড

৪. লেব্রন জেমস (বাস্কেটবল) – ৯ কোটি ৪৮ লাখ পাউন্ড

৫. জিয়ানিস অ্যানটেটোকুম্পো (বাস্কেটবল) – ৮ কোটি ২১ লাখ পাউন্ড

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল) – ৮ কোটি ১৪ লাখ পাউন্ড

৭. নেইমার (ফুটবল) – ৭ কোটি ৯৯ লাখ পাউন্ড

৮. করিম বেনজেমা (ফুটবল) – ৭ কোটি ৮৪ লাখ পাউন্ড

৯. স্টিফেন কারি (বাস্কেটবল) – ৭ কোটি ৫৩ লাখ পাউন্ড

১০. লামার জ্যাকসন (আমেরিকান ফুটবল) – ৭ কোটি ৪৩ লাখ পাউন্ড

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD