Logo

বিসিবি নির্বাচন: পরিচালক পদে মনোনয়ন তুললেন যারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৪৩
21Shares
বিসিবি নির্বাচন: পরিচালক পদে মনোনয়ন তুললেন যারা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

এই মনোনয়ন জমা প্রক্রিয়ায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। দুপুর দেড়টা পর্যন্ত একে একে বেশ কয়েকজন কাউন্সিলর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দিনের শুরুতেই ক্যাটাগরি ‘বি’ থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম ফর্ম তোলেন। এরপর ক্যাটাগরি ‘সি’ থেকে ফর্ম সংগ্রহ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

বিজ্ঞাপন

এছাড়া একই ক্যাটাগরি থেকে সাবেক জাতীয় দলের ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফর্ম তোলেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও রাহাত শামস মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন প্রার্থী নিজেদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে ১০ জন পরিচালক নির্বাচিত হন কাউন্সিলরদের ভোটে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরির মোট কাউন্সিলর সংখ্যা ৭১ জন।

বিজ্ঞাপন

ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ পরিচালক। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করা ক্যাটাগরি ‘সি’-এর ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। পরিচালনা পর্ষদ গঠনের পর ২৫ জন পরিচালকের ভোটে হবে বিসিবির সভাপতি নির্বাচন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD