Logo

ফাইনালের আগে ভারত-পাকিস্তানের দুই তারকাকে আইসিসির শাস্তি

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩
26Shares
ফাইনালের আগে ভারত-পাকিস্তানের দুই তারকাকে আইসিসির শাস্তি
ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপের ১৭তম আসরে ফাইনাল মাঠে গড়াতে আর মাত্র একটি দিন বাকি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে এই শিরোপা লড়াইয়ে। তবে এর আগেই দুই দলের ক্রিকেটারদের বিতর্কিত কর্মকাণ্ড ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আর সেই কারণেই শাস্তির মুখে পড়তে হলো দুই তারকাকে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত শুনানিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

সুপার ফোরে ভারতের বিপক্ষে ফিফটি তুলে ‘গানশট’ ভঙ্গিতে উদযাপন করেছিলেন ফারহান। তার উদযাপনকে রাজনৈতিক বার্তা আখ্যা দিয়ে বিসিসিআই অভিযোগ তোলে। তবে ব্যাটার দাবি করেন, এটি ছিল নিছক ক্রিকেটীয় উদযাপন, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অতীতে ধোনি ও কোহলিও এমন ভঙ্গি করেছেন বলে যুক্তি দেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে একই ম্যাচে হারিস রউফ ভারতীয় দর্শকদের দিকে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। যা ভারতীয় সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে। এর আগেই গ্রুপপর্বে জয় পেয়ে সূর্যকুমার যাদব তা ভারতের সেনাদের উৎসর্গ করেছিলেন—যা রাজনৈতিক বার্তা বলে অভিযোগ করে পাকিস্তান।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটাররা দোষ স্বীকার না করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়। সেখানে তিনজনই নিজেদের যুক্তি উপস্থাপন করেন। কিন্তু সূর্যকুমার ও রউফের ব্যাখ্যা সন্তোষজনক মনে হয়নি রেফারির কাছে। তাই তাদের জরিমানা করা হয়েছে। সূর্যকুমারের শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই।

বিজ্ঞাপন

এর আগে হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ রেফারিকে সরানোর দাবি এবং বয়কটের হুমকির মতো একের পর এক ঘটনাতে উত্তপ্ত ছিল ভারত–পাকিস্তান লড়াই। সব কোলাহল পেরিয়ে এবার রোববার তারা মাঠে নামছে ফাইনালে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD