Logo

ব্যাটিং ব্যর্থতা নয়, কোচের চোখে ম্যাচ হারের বড় কারণ ক্যাচ মিস

profile picture
ক্রীড়া ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮
15Shares
ব্যাটিং ব্যর্থতা নয়, কোচের চোখে ম্যাচ হারের বড় কারণ ক্যাচ মিস
ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপের ফাইনালের খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া মাত্র ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি জাকের-ইমনরা। তবে ম্যাচ হারের পিছনে ব্যাটিং ব্যর্থতা নয়, ফিল্ডিংয়ের সময় একাধিক ক্যাচ মিস করাকেই দায়ী করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বারবার পাকিস্তানি ব্যাটারদের বাংলাদেশের ফিল্ডাররা জীবন দিয়েছেন। শাহীন আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ নাওয়াজ প্রত্যেকেই একাধিক জীবন পেয়েছেন এদিন।

এ নিয়ে সিমন্স বলেন, আমরা তাদের চাপে রেখেছিলাম, আমার স্কোর মনে নেই, কিন্তু আপনি... যখন সে আসল, তার ক্যাচ ছাড়লেন, এরপরই সে দুটি বড় ছক্কা মারল। আমরা নাওয়াজের ক্যাচ ছাড়লাম। নাওয়াজ তারপরেও ১৮ বা ১৯ রানের মতো কিছু করেছিল। তাই, আমি মনে করি সেখানেই খেলাটা বদলে গিয়েছিল কারণ এর আগে, যেমনটা আপনি বলেছেন, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর তিনি খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষেও। তার না থাকাকেও বড় করেই দেখছেন তিনি।

টাইগার কোচ বলেন, আমি মনে করি লিটনের অনুপস্থিতি (বড় পার্থক্য গড়ে দিয়েছে), সে যে ফর্মে আছে... সেটা আমাদের ব্যাটিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আগেই বলেছি, আমাদের অন্য কিছু দলের মতো ততটা গভীরতা নেই।

বিজ্ঞাপন

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। এর আগের ম্যাচে ভারতকে ১৬৮ রানে বেধে ফেলেও হারতে হয়েছিল টাইগারদের। তারপরও ব্যাটারদের নিয়ে খুশি সিমন্স।

তার ভাষ্য, আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু করেছে এবং আমরা এক ম্যাচে ৬০ রান পেয়েছি, অন্যটিতে চল্লিশের বেশি কিছু পেয়েছি। তাই, এটা... এটা ছয় ওভারে একটা ভালো শুরু পাওয়া এবং নিশ্চিত করা যে আমরা ছয় ওভার ঠিকমতো ব্যবহার করছি, সেই ব্যাপার।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD