পদত্যাগ করে বিসিবি নির্বাচনের লড়াইয়ে রাজ্জাক

দীর্ঘদিন জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করার পর অবশেষে সেই পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।
এনসিএল টি-টোয়েন্টি জন্য ছিলেন সিলেটে ছিলেন রাজ্জাক। আজ দুপুররে সিলেট থেকে ঢাকা এসেছেন তিনি। ঢাকায় এসেই বিসিবি ভবনে গিয়ে আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
এরপরই সিদ্ধান্ত নেন নির্বাচকের পদ ছাড়ার। রাজ্জাকের পদত্যাগ পত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যেই তিনি বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে নির্বাচনী তফসিলের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল মুখর। দুপুর দেড়টা পর্যন্ত কাউন্সিলররা একে একে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।








