২৫ পদের জন্য মনোনয়ন জমা দিলেন তামিম-বুলবুলসহ ৬০ প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬০ জন প্রার্থী।
বিজ্ঞাপন
তফসিল অনুযায়ী শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে সকাল থেকে ব্যস্ত হয়ে ওঠে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
বিজ্ঞাপন
প্রার্থীদের মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল থেকে ১ জন মনোনয়ন নেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন, আর ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি ক্লাব ক্যাটাগরির ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। একই ক্যাটাগরিতে মনোনয়ন নিয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন।
বিজ্ঞাপন
তবে কারা কারা চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদে মোট ২৫ পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে জেলা ও বিভাগ থেকে নির্বাচিত হবেন ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি থেকে ১ জন। নির্বাচিত ২৫ পরিচালকের ভোটেই পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।








