‘আওয়ামী লীগ আমাকে জোর করে নমিনেশন দিয়েছিল’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান জানিয়েছেন, তাকে জোরপূর্বক নির্বাচনী নমিনেশন দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
সোমবার (২৯ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।
পোস্টে আসিফ লিখেছেন, “ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচন করেছি, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতার সঙ্গে যুক্ত, তাদেরকে দেশের পতাকা বহন করার সুযোগ দেওয়া ঠিক নয়। পাশাপাশি বোর্ড কর্তাদের বারবার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বানকে অবহেলা করে শেয়ার মার্কেট ও ফাইনানশিয়াল কেলেঙ্কারিতে যুক্তদের পুনর্বাসনের বিরোধিতা করেছেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সাকিব সমালোচনার মুখে পড়েন।