Logo

এবার এসিসিতে নতুন দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি

profile picture
ক্রীড়া ডেস্ক
১ অক্টোবর, ২০২৫, ০১:০১
26Shares
এবার এসিসিতে নতুন দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি
ছবি: সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন। আগামী দুই বছরের জন্যএই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বছরের মে থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন বুলবুল। এবার দায়িত্ব পেলেন এসিসির ডেভেলপমেন্ট কমিটির। যদিও এর আগেও এসিসিতে কাজ করার অভিঙ্গতা রয়েছে তার।

আরও পড়ুন: সাকিবকে সুখবর দিলো কানাডা

গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে যোগ দেয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।

বিজ্ঞাপন

এক যুগের বেশি সময় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল। তিনি বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD