Logo

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৫:৫৫
18Shares
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
ছবি: সংগৃহীত

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন।

বিজ্ঞাপন

এর আগে আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। দুপুর ১২টার মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারতেন। এ সময়ের মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহার করায় বিভাগটিতে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। ফলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হয়েছেন কুমিল্লার কাউন্সিলর আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আহসান ইকবাল চৌধুরী।

এই বিভাগে মোট চারটি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকতের মনোনয়ন বাতিল হওয়ায় বৈধ ছিল তিনটি মনোনয়ন। আজ একজন সরে দাঁড়ানোয় নির্বাচনের প্রয়োজন পড়েনি। গত তিন মেয়াদে এই বিভাগ থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকরাম খান ও আজম নাসির।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি মনোনয়ন বৈধ হওয়ার পর আজ একজন প্রত্যাহার করায় এই বিভাগে ভোটাভুটির প্রয়োজন নেই। গত তিন মেয়াদে বিসিবির এই বিভাগে পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সবচেয়ে বড় চমক ছিলেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক ছাড়াও বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকে বিসিবি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এ তালিকায় রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও।

যে ১৫ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন

বিজ্ঞাপন

ক্যাটাগরি ১

মীর হেলাল (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)

তৌহিদ তারেক (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)

বিজ্ঞাপন

ক্যাটাগরি ২

তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস)

রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র)

বিজ্ঞাপন

মাসুদুজ্জামান (মোহামেডান)

সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)

সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)

বিজ্ঞাপন

ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)

সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)

অসিফ রাব্বানী (শাইনপুকুর)

বিজ্ঞাপন

ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)

ফাহিম সিনহা (সুর্যতরুণ)

সাইফুল ইসলাম সপু (গোপীবাগ ফ্রেন্ডস)

বিজ্ঞাপন

ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

ক্যাটাগরি ৩

সিরাজউদ্দিন আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD