আফগান সিরিজের আগে একাধিক টাইগার ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে উন্নতি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এসেছে একাধিক সুখবর। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে চমকপ্রদ পারফরম্যান্সের ফলে আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একাধিক টাইগার ক্রিকেটার উপরের দিকে উঠে এসেছে।
বিজ্ঞাপন
ব্যাটারদের তালিকায় সাইফ হাসান ৪৫ ধাপ উন্নতি করে ৩৬তম স্থানে পৌঁছেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৫৫৫। বোলারদের তালিকায় লেগ-স্পিনার রিশাদ হোসেন ৬ ধাপ এগিয়ে বর্তমানে ক্যারিয়ারসেরা ২০তম স্থানে অবস্থান করছেন। পেসার তাসকিন আহমেদও ১ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে উঠে এসেছেন।
তবে দুই অভিজ্ঞ ক্রিকেটার পিছিয়ে গেছেন। এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে না পারায় অধিনায়ক লিটন দাস ৪৩তম স্থানে নেমে গেছেন। মুস্তাফিজুর রহমানও বোলারদের তালিকায় দুই ধাপ পিছিয়ে বর্তমানে ১১তম স্থানে অবস্থান করছেন।
বিজ্ঞাপন
ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন ভারতের অভিষেক শর্মা। তিনি এশিয়া কাপের সেমিফাইনালে অসাধারণ ইনিংস খেলেন এবং ৯৩১ রেটিং পয়েন্ট অর্জন করে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছেন এই ওপেনার ব্যাটার। বোলারদের তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষে থাকলেও কুলদীপ যাদব ১২ ধাপ উন্নতি করে ১২তম স্থানে, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১২ ধাপ এগিয়ে ১৩তম স্থানে এবং বাংলাদেশের রিশাদ হোসেন ২০তম স্থানে অবস্থান করছেন।