টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, দেখে নিন একাদশ

শারজাহের সবুজ গ্যালারিতে আজ নতুন অধ্যায় শুরু টাইগারদের। এশিয়া কাপে নাটকীয় জয়ের পর আবারও মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে জাকের আলীর নেতৃত্বে নতুন রূপে সাজানো বাংলাদেশ দল নামছে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে বিদায় ঘণ্টা বাজানোর পর এবার তাদের চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিকে। অন্যদিকে রশিদ খানের নেতৃত্বে আফগানরা চাইবে হার ভুলে শক্ত জবাব দিতে।
আরও পড়ুন: আফগানদের বিপক্ষে সম্ভাব্য যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
দুই দলের একাদশ
বিজ্ঞাপন
আফগানিস্তানের একাদশ : রহমতুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, মোহাম্মদ ইশাক, ফারিদ আহমদ মালিক।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: আসর শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস
বিজ্ঞাপন
শারজাহর ছোট মাঠে বড় স্কোর করা সহজ হলেও বোলারদের জন্য এটিই হবে বড় পরীক্ষা। মোস্তাফিজ–তাসকিনদের তোপে আফগান টপ–অর্ডার কতটা সামাল দিতে পারে, আর রশিদ খানের ঘূর্ণি জালে কতটা ঝুঁকবে বাংলাদেশের ব্যাটাররা—এই লড়াইই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।