দ্বিতীয় ম্যাচে শরিফুল-সাইফউদ্দিনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কোনো বিরতি ছাড়াই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (০৩ অক্টোবর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নেমে টস জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক জাকের আলি অনিক। আগে ফিল্ডিং করতে যাওয়া বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
আফগানদের হারানো প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ। তাদের বদলে একাদশে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলামকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টি দিয়ে দুই দলের তিন ম্যাচের সিরিজ শুরু হয়। যেখানে বাংলাদেশ ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছিল। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে লাল- সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, সিরিজ বাঁচাতে আফগানিস্তানের সামনেও জয়ের কোনো বিকল্প নেই। এর আগে দুই দল মুখোমুখি দেখায় একটি করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। আরেকটি সিরিজ ১-১ ড্র হয়।
বিজ্ঞাপন
রশিদ খানের আফগান দলেও আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। নতুন করে একাদশে ঢুকেছেন ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই ও অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমান। তাদের জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন মোহাম্মদ ইসহাক, শরাফউদ্দিন আশরাফ ও ফরিদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।