Logo

সেমিফাইনালে বাংলাদেশের জারিফের ছন্দপতন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৫, ২০:০৮
7Shares
সেমিফাইনালে বাংলাদেশের জারিফের ছন্দপতন
ছবি: সংগৃহীত

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় সেমিফাইনালে থামল বাংলাদেশের সম্ভাবনাময় তারকা জারিফ আবরার। স্বাগতিক খেলোয়াড় হিসেবে ফাইনালে আশা জাগিয়েও থাইল্যান্ডের আরিয়াফল লিকুল তাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন।

বিজ্ঞাপন

জারিফ গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় শীর্ষ বাছাইয়ের সঙ্গে জয়ী হলেও আজ সপ্তম সীডেড প্রতিপক্ষের কাছে হেরে যান। প্রথম সেট ১-৬ এবং দ্বিতীয় সেট ৪-৬ গেমে শেষ হয়।

জারিফ হারের পর বলেন, “আজ একটু অফ ছিলাম। ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডে স্বাচ্ছন্দ্যহীনতা ছিল। সপ্তম সীডের খেলোয়াড় হলেও তাকে কখনো হালকা ভাবিনি।”

তিনি আগামীর পরিকল্পনা জানিয়ে বলেন, “আগামী মাসে বাহরাইনে ডেভিস কাপ রয়েছে। ফেব্রুয়ারিতে আমেরিকায় ট্রেনিং করার পরিকল্পনা আছে। টেকনিক্যাল সমস্যার সমাধানে কোচিং দরকার।”

বিজ্ঞাপন

টুর্নামেন্টের বালক দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শৌনক চ্যাটার্জি ও অমৃত ধনকর জুটি, যারা চীনের চুয়ান ডিং ও কেঝি লি জুটিকে ২-০ সেটে হারান।

বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হয়েছেন মালদ্বীপের আরা আসাল আজিম ও ভারতের সানমিথা হারিনি। প্রথম সেটে জয়ী হলেও দ্বিতীয় সেট হেরে গিয়েছিলেন তারা। টাইব্রেকে ১০-৪ ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD