বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মারাত্মক হারের পর ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চোখ এখন ঘুরে দাঁড়ানো।
বিজ্ঞাপন
সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে।
আগের সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। তবে প্রথমবার ওয়ানডেতে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাক পেলেও ভিসা জটিলতার কারণে খেলা হয়নি তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে খেলেছেন সৌম্য। এশিয়া কাপের মাঝেই লিটন দাসের চোট স্কোয়াডে পরিবর্তনের সুযোগ তৈরি করেছে এই বাঁ-হাতি ব্যাটারের জন্য।
আরও পড়ুন: মরক্কো গড়ল টানা জয়ের নতুন বিশ্বরেকর্ড
বিজ্ঞাপন
অঙ্কন অবশ্য গত বিপিএলে ব্যাটিং দিয়ে নজর কাড়েন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তার অভিজ্ঞতা খুব সীমিত, একমাত্র ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের অক্টোবরের টেস্ট। ২৬ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার এবার ওয়ানডেতে অভিষেকের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড (ওয়েস্ট-ইন্ডিজ সিরিজ)
বিজ্ঞাপন
মেহেদী হাসান মিরাজ (ক্যাপ্টেন), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।