Logo

নতুন বিতর্কে ট্রাম্প, বিশ্বকাপের ম্যাচ সরানোর হুমকি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৫, ১৫:৫২
9Shares
নতুন বিতর্কে ট্রাম্প, বিশ্বকাপের ম্যাচ সরানোর হুমকি
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল আয়োজনকারী দেশ যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে রয়েছে কানাডা ও মেক্সিকো। এই বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ১১টি শহরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ফিফা এসব শহরে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শুরু করেছে।

বিজ্ঞাপন

এমন সময়ই বোস্টন থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সঙ্গে যৌথ অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। বোস্টনের মানুষকে ভালোবাসি, কিন্তু মেয়র নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থ হলে আমরা মুহূর্তেই অন্যত্র নিতে পারি।”

ট্রাম্প আরও মন্তব্য করেন, মেয়র শুধু আমাদের ফোন করলেই আমরা ম্যাচগুলো সরিয়ে আনব, কিন্তু রাজনৈতিক কারণে তিনি ভয় পাচ্ছেন। এই মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতি ও ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

জিলেট স্টেডিয়ামে বোস্টনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭টি ম্যাচ। সম্প্রতি শহরে এক রাতে সংঘটিত সহিংসতায় কয়েকজন গ্রেফতার হওয়ায় নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন, যদি দায়িত্বে ব্যর্থতা বা ঝুঁকি দেখা দেয়, তিনি ফিফা প্রধানকে ফোন করে অন্য ভেন্যুতে সরিয়ে দিতে পারেন।

তবে ফিফা আগেই নিশ্চিত করেছে যে, আয়োজক শহর ও ম্যাচ ভেন্যু নির্ধারণের পূর্ণ ক্ষমতা তাদের হাতে। ফিফার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানিও জানিয়েছেন, “এটি ফিফার টুর্নামেন্ট, চূড়ান্ত সিদ্ধান্ত ফিফাই নেবে।”

বিজ্ঞাপন

বিশ্বকাপ আয়োজনে বোস্টনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের অর্থনীতিতে ইতোমধ্যেই বিশাল প্রভাবের পূর্বাভাস দেওয়া হয়েছে। উচ্চ চাহিদার কারণে হঠাৎ ভেন্যু পরিবর্তন করলে বড় ধরনের লজিস্টিক ও চুক্তিগত জটিলতা সৃষ্টি হতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD