Logo

হোম অব ক্রিকেট মিরপুরে এবার কালো পিচ, কেমন হবে উইকেট?

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৭:১১
4Shares
হোম অব ক্রিকেট মিরপুরে এবার কালো পিচ, কেমন হবে উইকেট?
ছবি: সংগৃহীত

প্রিয়জনের মন বোঝার থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামের উইকেটের আচরণ বোঝা যেন আরও বেশি কঠিন। এই মাঠে খেলতে আসা বিদেশি কোচ কিংবা ক্রিকেটারদেরও কাঠগড়ায় থাকে উইকেট। সবশেষ বাংলাদেশে খেলতে এসে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

বিজ্ঞাপন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেমন হবে উইকেট এ নিয়ে চর্চা থেমে নেই। অনেকের ধারণা আবারও তেমন স্লো উইকেট হতে যাচ্ছে মিরপুরে। আজও উইকেটে দেখা গেল কালো বর্ণে ধারণ করা মাটির রং।

পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের কাছে জানতে চাওয়া হয়, কেমন উইকেটে খেলবে বাংলাদেশ? উত্তরে বাংলাদেশ কোচ বলেন, তার চেয়ে বেশি ধারণা আছে গণমাধ্যম কর্মীদের।

বিজ্ঞাপন

সিমন্স বলছিলেন, ‘আমার চেয়ে আপনারাই মিরপুর ভালো চেনেন, তাই না? (হাসি)। মিরপুরের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন আপনারা। তো আমাকে জিজ্ঞেস করছেন কারণ আমি উইকেট দেখেছি। দেখা মনে হয়েছে, মিরপুরের সচরাচর উইকেটের মতোই। তো এতে টার্ন থাকবে। যা ভালো।’

সিমন্সের পর সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি ও অধিনায়ক শাই হোপ। তাদের কাছেও উইকেটের ব্যাপারে জানতে চাওয়া হয়। উত্তরে হোপ বলেন, উইকেট যেমনই হোক, মানিয়ে নিতে হবে তাদের, ‘আমি উইকেট দেখিনি। অনুশীলন শুরুর পর দেখতে পারি। তবে প্রধান কোচের সঙ্গে যা কথা হয়েছে, আমরা যেমন উইকেটের সঙ্গে পরিচিত, এর চেয়ে ভিন্ন হবে। তবে দেশের বাইরে খেললে এমনই হয়। দ্রুত মানিয়ে নিতে হবে। এটিই গুরুত্বপূর্ণ।’

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD