Logo

তিন লাখ টাকার ঘড়িও বন্ধুদের সামনে পরতে পারি না : বরুণ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৮:২৯
5Shares
তিন লাখ টাকার ঘড়িও বন্ধুদের সামনে পরতে পারি না : বরুণ
ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেটার বরুণ চক্রবর্তী ব্যক্তিগত জীবনে দামী জিনিসপত্রের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ৩০–৪০ লাখ টাকার ঘড়ি কেনার চেয়ে সেই টাকা দিয়ে কয়েকজন মানুষের আর্থিক সমস্যা মেটানো অনেক বেশি উপযোগী।

বরুণ বলেন, “আমি জীবনে অভাব দেখেছি। তাই এখনও আমার চিন্তা ধারা মধ্যবিত্তদের মতো। টাকা থাকলেও সেটি সঠিকভাবে ব্যবহার করা উচিত।” বর্তমানে আইপিএল ও জাতীয় দলে খেলার সুবাদে আর্থিকভাবে কোনো সমস্যা নেই তার। তবে তিনি নিজের স্বার্থে টাকা ব্যয় করতে বেশি আগ্রহী নন, বরং অন্যের উপকারে খরচ করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

একবার তিন লাখ টাকার ঘড়ি কিনলেও বরুণ সেটি ব্যবহার করেন না। তিনি জানালেন, “ঘড়িটা আলমারিতে রাখা আছে। যাদের সঙ্গে বড় হয়েছি, তারা সাধারণ জীবনযাপন করে। তাদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, আমি তাদের অসম্মান করছি। তাই সেটি ব্যবহার করতে পারি না।”

সংক্ষেপে বলা যায়, বরুণ চক্রবর্তীর কাছে অর্থের প্রকৃত মূল্য মানে নিজের জীবনের মান নয়, বরং অন্যের জীবন উন্নত করার উপায়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD