Logo

সাইফকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ আখ্যা দিয়ে সেঞ্চুরি দেখার অপেক্ষায় সিমন্স

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৫, ১৮:১৭
4Shares
সাইফকে ‘সারপ্রাইজ প্যাকেজ’ আখ্যা দিয়ে সেঞ্চুরি দেখার অপেক্ষায় সিমন্স
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ও আফগানিস্তানের সঙ্গে সাদা বলের সিরিজে দারুণ পারফর্ম করেছেন সাইফ হাসান। জাতীয় দলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া এই অলরাউন্ডার ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সাইফকে নিয়ে আশাবাদী টাইগার প্রধান কোচ ফিল সিমন্স।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “সাইফ বল হাতে সত্যিই একটি সারপ্রাইজ প্যাকেজ। আমি আশা করিনি সে এত ভালো করবে। তবে ব্যাটিংয়ে আমি আগে থেকেই তার সামর্থ্য জানতাম। এখন সে সুযোগ পেলেই তা কাজে লাগাচ্ছে। আমি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির জন্য অপেক্ষা করছি।”

বোলিংয়ে সাইফ এবং শামীমকেও প্রসংশা করেন সিমন্স। তিনি বলেন, “দুইজন মিলে ষষ্ঠ বোলারের দায়িত্ব নিতে পারে। তবে এত উন্নত বোলিং দেখাচ্ছে যে আমরা প্রায়ই ষষ্ঠ বোলার ব্যবহার করি না।”

বিজ্ঞাপন

পারভেজ ইমন এবং সাইফকে নিয়ে তিনি আরও বলেন, “ইমনের সামান্য চোট আছে, আমরা নিশ্চিত করছি সে পুরো ফিটনেসে ফিরে আসুক। সাইফ যেকোনো অবস্থানে ব্যাট করতে পারে, তাই তাকে নিয়ে আমরা এখনও আদর্শ জুটি খুঁজছি। এটা একটি ধাপে ধাপে গড়ে তোলার প্রক্রিয়া। আমরা ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছি। কিছু খেলোয়াড় হয়তো ফর্মের কারণে বাদ পড়তে পারে, তবে এটি প্রক্রিয়ার অংশ।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD