২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ দল চূড়ান্ত

আগামী বছর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল সম্পূর্ণভাবে চূড়ান্ত এখন। শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়ে তারা নিশ্চিত করেছে জায়গা।
বিজ্ঞাপন
এই অঞ্চলের অন্য দুটি দল নেপাল ও ওমানও বুধবার (১৫ অক্টোবর) নিশ্চিত করেছে নিজেদের জায়গা। ফলে এবারের আসরে এশিয়া মহাদেশ থেকে রেকর্ড সংখ্যক আটটি দেশ খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বিশ্বকাপে জায়গা পাওয়া ২০ দল এসেছে তিনটি পথ ধরে। স্বাগতিক হিসেবে দুই বছর আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার। তাদের সঙ্গে ২০২৪ বিশ্বকাপের সেরা সাত দল স্বয়ংক্রিয়ভাবে পেয়েছে টিকিট যার মধ্যে রয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও বাছাই পর্ব খেলতে হয়নি।
বিজ্ঞাপন
বাকি আট দেশ এসেছে চার মহাদেশের বাছাইপর্বের মাধ্যমে। সেখানে অংশ নিয়েছিল মোট ৮৭টি দেশ, খেলা হয়েছে ১৮৮টি ম্যাচ। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় দেড় বছর।
এশিয়া থেকে সর্বোচ্চ তিনটি, ইউরোপ ও আফ্রিকা থেকে দুটি করে এবং আমেরিকা থেকে একটি দেশ জায়গা পেয়েছে আসরের মূল পর্বে। এর মধ্যে সবচেয়ে বড় চমক ইতালি প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দেশটি।
এবারও বিশ্বকাপের ফরম্যাট থাকছে অপরিবর্তিত। ২০ দলকে ভাগ করা হবে ৪টি গ্রুপে, প্রতিটিতে থাকবে ৫টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সুপার এইট পর্বে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
বিজ্ঞাপন
বিশ্বকাপের উদ্বোধনের তারিখ এখনও নির্ধারিত হয়নি, তবে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা এখন পূর্ণাঙ্গ।
বিশ্বকাপের ২০ দল: ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ওমান, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, কানাডা ও ইতালি।
বিজ্ঞাপন
চমক, প্রত্যাশা আর নতুন ইতিহাস সব মিলিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আসর।