Logo

এল ক্লাসিকোয় রেগে যাওয়া সতীর্থদের প্রতি বার্সা গোলরক্ষকের অনন্য পরামর্শ

profile picture
ক্রীড়া ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১৩:১৩
3Shares
এল ক্লাসিকোয় রেগে যাওয়া সতীর্থদের প্রতি বার্সা গোলরক্ষকের অনন্য পরামর্শ
ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর উত্তেজনা যেন এখনো থামেনি। বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানে রিয়াল মাদ্রিদের জয়ের পর দুই দলের ফুটবলারদের মধ্যে তৈরি হয়েছিল প্রচণ্ড তর্ক-বিতর্ক ও হাতাহাতির পরিস্থিতি। তবে সেই উত্তপ্ত মুহূর্তে শান্ত ছিলেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক সিজনি। ম্যাচে এক পেনাল্টিসহ নয়টি সেভ করা এই পোলিশ তারকা এবার রেগে যাওয়া সহখেলোয়াড়দের দিয়েছেন এক বিশেষ পরামর্শ।

বিজ্ঞাপন

সিজনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকেই বুঝেছি, আবেগ দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। তাই এমন সময়ে আমি নিজেকে সবার থেকে দূরে রাখি। এল ক্লাসিকোর পর যখন সবাই উত্তেজনায় জড়াচ্ছিল, আমি শুধু ভাবছিলাম—আমরা হেরেছি, কিন্তু এখান থেকে বেরিয়ে আসা দরকার।’

তিনি আরও বলেন, ‘সবাইকে বলব—মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন, আর শ্বাস নেওয়া-ছাড়ার দিকে মনোযোগ দিন। এটা মানসিক প্রশান্তি দেয়।’

বিজ্ঞাপন

অভিজ্ঞ এই বার্সা গোলরক্ষক জানান, তিনি ম্যাচের আগে এবং বিরতির সময়ও ধ্যান করেন লকার রুমে বসে আমি মেডিটেশন শুরু করি। তখন সবাই অবাক হয়ে তাকায়। কিন্তু এটা আমাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।”

২০১৭ সালের পর এবারই প্রথম কোনো গোলরক্ষক এল ক্লাসিকোয় নয়টি সেভ করেছেন। শুধু তাই নয়, ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সা-রিয়াল ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে নজির গড়েছেন সিজনি। এমবাপের নেওয়া সেই শট ঠেকিয়ে তিনি জানান, প্রস্তুতিই ছিল সাফল্যের চাবিকাঠি।

সিজনির ভাষায়, ‘ম্যাচের আগে আমি প্রতিপক্ষের পেনাল্টি টেকারদের নিয়ে বিশ্লেষণ করি। তাদের সর্বশেষ ২০টি শট দেখি। রান-আপ দেখেই অনেক সময় বুঝে যাই তারা কোনদিকে বল মারবে।'

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘গত মৌসুমেও এমবাপে আমার বিপক্ষে গোল করেছিল। তখনই আন্দাজ করেছিলাম এবারও সে একই দিকেই শট নেবে—সৌভাগ্যক্রমে ঠিক তাই হয়েছে, আর আমি ঠেকাতে পেরেছি।’

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD