Logo

নেইমার ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ নভেম্বর, ২০২৫, ১১:৪৬
8Shares
নেইমার ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
ছবি: সংগৃহীত

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সে লক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দলে এসেছে বেশ কিছু চমক, আবার বাদ পড়েছেন কয়েকজন নিয়মিত মুখ।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন বছর পর ব্রাজিল দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনহো। সৌদি লিগে খেলার পরও তার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও আনচেলত্তির আস্থার জায়গা দখল করেছেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন বাহিয়ার তরুণ ডিফেন্ডার লুসিয়ানো জোবা। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৮ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল ডিফেন্ডার।

বিজ্ঞাপন

অন্যদিকে, বার্সেলোনা ছাড়ার পর পালমেইরাসে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তরুণ ফরোয়ার্ড ভিটর রোকো। তার চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জায়গা মিলেছে জাতীয় দলে। ২০২৩ সালে অভিষেকের পর এবারই হতে পারে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

তবে ব্রাজিল দলে এবারও নেই নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দেড় মাস ধরে মাঠে ফিরলেও তাকে বিশ্রাম দিয়েছেন আনচেলত্তি। ফলে আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিতে কেমন করে ব্রাজিল, সেটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।

গত মাসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস।

বিজ্ঞাপন

আগামী ১৫ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে সেনেগালের, আর ১৯ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া।

সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল

গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা।

বিজ্ঞাপন

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।

বিজ্ঞাপন

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিটর রোকো।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD