বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে চোখে পড়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে নকআউটে পা রাখা দলটি শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচেই থেমে গেল। মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে আলবিসেলেস্তেদের নবীন প্রতিভাদের।
বিজ্ঞাপন
কাতারে অনুষ্ঠিত এই আসরে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। রামিরো তুলিয়ানের গোলে আর্জেন্টিনা স্বপ্নের সূচনা করে। তবে অল্প সময়ের ব্যবধানে লুইস গাম্বোয়ার দুই গোল ম্যাচের ছবি বদলে দেয়। মেক্সিকোর দখলে চলে যায় ম্যাচের নিয়ন্ত্রণও।
শেষ মুহূর্তে ফার্নান্দো ক্লোস্টার এক গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনেন। নির্ধারিত সময় ২–২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫–৪ ব্যবধানে আনন্দে ভাসে মেক্সিকো।
বিজ্ঞাপন
এই জয়ে শেষ ষোলোতে পর্তুগালের মুখোমুখি হবে মেক্সিকো। আর গ্রুপ পর্বে বেলজিয়াম, তিউনিশিয়া ও ফিজিকে হারিয়ে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনার জন্য এখানেই শেষ হয় শিরোপা জয়ের স্বপ্ন।








