Logo

মাঠে নামছেন সাকিব, খেলা দেখবেন যেভাবে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫, ১৭:১১
15Shares
মাঠে নামছেন সাকিব, খেলা দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আসন্ন আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। শুধু খেলাই নয়, দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে।

বিজ্ঞাপন

রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার (১৯ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। টি-টেন লিগের ম্যাচগুলো অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোড (Fancode) অ্যাপের মাধ্যমে।

সাকিব ছাড়া এই লিগে খেলছেন আরো দুই বাংলাদেশি ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। গতকাল মাঠে নেমেছিলেন ডানহাতি এই পেসার।

বিজ্ঞাপন

এ ছাড়া দল পেয়েছেন সাইফ হাসানও। এই ওপেনার আয়ারল্যান্ড সিরিজ থাকায় ২৩ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট খেলার অনাপত্তি পত্র পেয়েছেন। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিরতে হবে ডানহাতি এই ব্যাটারকে।

এদিকে বোলার নাহিদ রানাও দল পেয়েছিলেন এই টুর্নামেন্টে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় তিনি অংশ নিতে পারছেন না।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD