যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে: তাওহীদ হৃদয়

টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ ৪ টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোতেই হারল টাইগাররা। যদিও এর আগের ৪ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতে জিতেছিল লিটন দাসের দল। হুট করে এমন ভরাডুবিতে সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে দলকে।
বিজ্ঞাপন
এত সমালোচনা নিয়েও অবশ্য আপত্তি নেই তাওহীদ হৃদয়ের, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা চাইলে সমালোচনা করতেই পারেন। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করেন। এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমি চাই আপনারা করেন, এখান থেকেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি অনুরোধ করব আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করেন। এখান থেকে কিছু ভালো দিক হতেও পারে।’
দলের দুর্বলতা মানতে চান না হৃদয়, ‘আমার কাছে মনে হয় না। এমন না যে আমরা করতে পারিনি। আমরা ২০০ রানও করেছি। ২০০ রান করেও হয়তো আমরা সেই ম্যাচটা হেরেছি। চিন্তাভাবনা যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্ল্যান অনুযায়ী ডেলিভারি করতে পারি আমার মনে হয় না এটা ইস্যু হবে। এমন না যে ১৮০ টার্গেট আগে করিনি। আশা করছি এখান থেকে আমরা কামব্যাক করতে পারব।’
বিজ্ঞাপন
ব্যাটিং উইকেটেও ব্যাট করতে পারছে না বাংলাদেশ দল? এনিয়ে বাংলাদেশের ইনিংসে সেরা ব্যাটার বলেছেন, ‘যখন রান করব না এটা তো মনে হবেই। আমাদের নিজেদের ওপর সেই বিশ্বাসটা রাখতে হবে। আমরা অবশ্যই সবাই চাই ভালো করতে। আমাদের দায়িত্বই প্ল্যান এক্সিকিউশন করা।’
আরও পড়ুন: পাওয়ারপ্লেতেই ৪ উইকেট নেই বাংলাদেশের
মিডল অর্ডারে উন্নতি নিয়ে হৃদয় বলেছেন, ‘শুধু মিডল অর্ডার না। টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে, যখন উন্নতি হবে আমরা ইনশাআল্লাহ ভালো করা শুরু করব।’








