Logo

মুস্তাফিজকে ৩.৫ কোটি রুপিতে নিয়েছে বেঙ্গালুরু!

profile picture
ক্রীড়া ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:১০
52Shares
মুস্তাফিজকে ৩.৫ কোটি রুপিতে নিয়েছে বেঙ্গালুরু!
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগের আসরের মতো এবারও নিজের ইউটিউব চ্যানেলে মক নিলামের আয়োজন করেছেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দামে আগ্রহ দেখায় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দল বেঙ্গালুরু। সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে কিনেছে দলটি।

বিজ্ঞাপন

গত আসরে মেগা নিলামে নামলেও দল পাননি মুস্তাফিজ। তবে টুর্নামেন্টের শেষের দিকে অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলে চার উইকেট নেন তিনি। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে। সবমিলিয়ে ৬০ ম্যাচে ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে ৬৫ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

আইপিএলে ২০১৬ সালে অভিষেক হওয়া মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই এবং দিল্লির হয়ে খেলেছেন।

বিজ্ঞাপন

সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। সেই তালিকায় বাঁহাতি এই পেসার ছাড়াও আছেন আরও ৩৯ ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করে ক্রিকেটারদের দাম যাচাইয়ের চেষ্টা করেছেন অশ্বিন। যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির নামে প্রতিনিধি রেখেছিলেন তিনি।

পেসারদের ক্যাটাগরিতে মুস্তাফিজের নাম তোলা হলে সবার প্রথমে আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতেই যখন বিক্রি হয়ে যাচ্ছিলেন তখন আগ্রহ প্রকাশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাই বাঁহাতি পেসারকে পেতে দাম বাড়াতে থাকেন। তবে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরু। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় বেঙ্গালুরু তাকে কিনে নেয়।

বিজ্ঞাপন

মক নিলামে কিনলেও আইপিএলের সত্যিকারের মিনি নিলামে বিক্রি হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে ছন্দে থাকা বাংলাদেশি সমর্থকদের আশাবাদী করতেই পারে। মুস্তাফিজ ছাড়াও নিলামে নাম দিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD